ব্যাংককে বিশাল সিঙ্কহোলে তলিয়ে গেছে গাড়ি-বৈদ্যুতিক খুঁটি
ব্যাংককের সামসেন সড়কের একটি অংশ ধসে বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল বেলায় স্থানীয় একটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকালবেলায় একটি নির্মাণাধীন মেট্রো স্টেশনের ওপরের অংশ ধসে গিয়ে প্রায় ২০ মিটার (৬৫ ফুট) গভীর এবং ৩০ মিটার চওড়া একটি গর্ত সৃষ্টি হয়।
ব্যাংকক গভর্নর চাডচার্ট সিট্টিপুন্ট নিশ্চিত করেছেন যে কোনো প্রাণহানি হয়নি, তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, সড়কের নিচের সুড়ঙ্গটি ধসে পড়ায় ওপরের মাটি দ্রুত সরে গিয়ে নির্মাণাধীন স্টেশনে ঢুকে পড়ে।
সিট্টিপুন্ট বলেন, ‘পরিস্থিতি আপাতত কিছুটা স্থিতিশীল হলেও সামান্য ধস অব্যাহত থাকতে পারে।’ তিনি আরও জানান, গর্তটি ভরাটের জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে। ভাঙা পানির পাইপ থেকে পানি ঢুকে পড়ায় মাটির ক্ষয় আরও তীব্র হয়ে পরিস্থিতি খারাপ হয়েছে।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় কীভাবে রাস্তা ধসে পড়ছে এবং বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি সিঙ্কহোলে তলিয়ে যাচ্ছে। পানির পাইপও ধসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা সংস্কার এবং সেবা পুনরুদ্ধারের জন্য তারা ঘটনাস্থল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে