নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীতে চলছে গণজমায়েত
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশজুড়ে গণজমায়েত, মিছিল ও অবরোধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগ ও পুলিশের কড়া নজরদারির মাঝেই প্রতিদিন কোনো না কোনো সংগঠন সড়কে অবস্থান নিয়ে দাবি তুলছে এবং বিক্ষোভ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও চাপা ক্ষোভের জেরে রাস্তায় নামার প্রবণতা বাড়ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালালেও গণজমায়েত নিয়ন্ত্রণ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তাদের মতে, কার্যকর সমাধান পেতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমঝোতাও অপরিহার্য।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, বিশেষত রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে হঠাৎ করে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন, অবরোধ করছেন বিক্ষোভকারীরা। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি যানজট ও সংঘর্ষের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
সূত্রের দাবি, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/৭৬)’ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে একাধিকবার জনসমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হলেও কার্যত সেসব সিদ্ধান্ত খুব একটা ফলপ্রসূ হয়নি। ফলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে এখন সবসময়ই অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ঢাকাসহ আশপাশের সড়কে মোট এক হাজার ৬০৪ বার সড়ক-মহাসড়ক অবরোধ করা হয়েছে। এসব অবরোধ করেছে ১২৩টি সংগঠন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।’
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং) তালেবুর রহমান বলেন, ‘গণজমায়েত নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি আমাদের অনেকগুলো পদ্ধতির একটি। এর মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সতর্ক করি। তারপরও যদি সমাবেশ হয় তখন অনেক ক্ষেত্রে বল প্রয়োগ করতে হয়। বিজ্ঞপ্তি আমাদের জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে।’
অপরাধ বিজ্ঞানী ড. তৌহিদুল হক মনে করেন, নিষেধাজ্ঞা জারি জরুরি হলেও তা অমান্য করার প্রবণতা নতুন নয়। তিনি বলেন, ‘অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশকে আমলেই নেন না। এর পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে এবং যারা অমান্য করছেন তাদের তথ্য প্রকাশ ও আইনের আওতায় আনতে হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে