শহীদের মা তো জাতির মা, কিছু ইতর এটা নিয়ে বুলিং করছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদের মা তো জাতির মা, আমারও মা। এমন পরিস্থিতিতে কাউকে সরিয়ে দেওয়া বা অবজ্ঞা করার প্রশ্নই আসে না। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ‘বুলিং’ শুরু করেছে কিছু ইতর।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। জনসভা শেষে জামায়াত আমির শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর নিতে তাদের কাছে যান। এ সময় এক শহীদের মা
আবেগে ভেঙে পড়ে ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ধরেন। ঘটনাস্থলে উপস্থিত অন্য শহীদ পরিবার ও নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
ফেনীর ওই জনসভায় দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে—এই সংস্কৃতি আমরা বদলাতে চাই।
তিনি আরও বলেন, অতীতের রাজনীতি দেশকে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র ও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে, যা পরিবর্তন করাই তাদের লক্ষ্য।
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সহিংস আচরণ থেকে বিরত থাকতে হবে এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। সমাজে মা-বোনদের সম্মান নিশ্চিত করা জরুরি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে