নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা
নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি ২০২৫ সালের শান্তি পুরস্কার তার হাতে তুলে দেয়।
পুরস্কার ঘোষণার পর সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারিয়া কোরিনা লিখেন, 'ভেনিজুয়েলাবাসীর স্বাধীনতার সংগ্রামের এই স্বীকৃতি আমাদের লক্ষ্য পূরণের প্রেরণা হয়ে থাকবে। আমরা এখন বিজয়ের দ্বারপ্রান্তে। স্বাধীনতা ও গণতন্ত্রের পথে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর অবদান স্মরণ করছি। আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার নিপীড়িত জনগণ এবং আমাদের সহায়ক প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।'
পরে নোবেল জয়ের পর ট্রাম্পকে ফোন করে ধন্যবাদ জানান মারিয়া কোরিনা। ট্রাম্প সাংবাদিকদের বলেন,
'তিনি আমাকে ফোন করে জানিয়েছেন যে, আমার সম্মানে পুরস্কারটি গ্রহণ করেছেন। আমি তাকে বলিনি পুরস্কারটা আমাকে দিতে, তবে মনে করি তিনিই এটি প্রাপ্য ছিলেন-তিনি অসাধারণ।'
এদিকে ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। এক বিবৃতিতে বলা হয়,
'নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। তবু প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ ও জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার মতো দৃঢ়চিত্ত ও মানবিক নেতা বিরল।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে