বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ঢাকার বংশালে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বংশালের নাজিরা বাজার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা এবং পেশায় বেকারি কর্মী ছিলেন। বর্তমানে বিডিআর ১ নম্বর গেট এলাকায় থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে কাজী আলাউদ্দিন রোড দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় জমে থাকা পানিতে পড়ে যান আমিন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা বাঁশ দিয়ে টেনে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তার থাকার খবর পাওয়া গেছে, তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পেছনে সেটিই দায়ী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের কাছেই একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে