Views Bangladesh Logo

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মামুনুল হকের বিরুদ্ধে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মামুনুল হককে নির্বাচন কমিশন (ইসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি বিকেল ৫টায় মামুনুল হক তার অনুসারীদের সঙ্গে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন।

এটি সর্বসম্মত ভোটের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচারণা হিসেবে গণ্য হচ্ছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন করে।

ইসি নির্দেশ দিয়েছে, উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ