আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় পড়ে গেলে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (১০০) হাসপাতালে নেওয়া হয়।
আজ মঙ্গলবারের এই ঘটনাটি জানা গেছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।
সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার এই বর্ষিয়ান নেতা। সর্বশেষ জুলাই মাসে নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত পিকনিকে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতাল ভর্তি হন তিনি।
আজ মঙ্গলবার মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাসায় হঠাত 'পড়ে যাওয়ার' পর তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আনা হয়েছে। সেখানে তিনি এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।
ইউসুফ এএফপিকে বলেন, 'তার জ্ঞান আছে। আমি জানি না তাকে ভর্তি করা হবে কী না। এখনো এ বিষয়ে বলার সময় আসেনি।'
'বারান্দা থেকে বৈঠকখানার দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান', বলেন ইউসুফ।
তবে মাহাথিরের স্বাস্থ্য নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে সাবেক প্রধানমন্ত্রীর হৃদরোগের চিকিৎসায় বাইপাস সার্জারি করা হয়।
প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। দ্বিতীয় মেয়াদে আবারও ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই নেতা।
দ্বিতীয় মেয়াদে তার বয়স ছিল ৯৪ বছর। সে আমলে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে