Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে সুনামির কোনো ঝুঁকি নেই এবং এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায়। আলাস্কার জুনেও শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে এপিসেন্টারটি অবস্থিত।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল, যা কম গভীর হওয়ায় কম্পন শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

হোয়াইটহর্সে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড এএফপিকে বলেন, 'ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ