Views Bangladesh Logo

মিয়ানমার-ভারত সীমান্তে ৫.৬ মাত্রার ভূমিকম্প

মিয়ানমার-ভারত সীমান্ত এলাকায় শুক্রবার ভোরে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এর পর আফটারশক বা অনুরূপ কম্পন দেখা দিতে পারে। এ কারণে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনকে বাড়তি সতর্কতা ও প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে একই সময়ে দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এতে সুনামির কোনো ঝুঁকি নেই, যা স্থানীয়দের আতঙ্ক অনেকটাই কমিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ