Views Bangladesh Logo

বাবাকে আটকের পর জনগণকে রাজপথে নামার আহ্বান মাদুরোর ছেলের

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশাল অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

তিনি এক ভিডিওবার্তায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে গুয়েরা বলেন, ‘ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন।’ তিনি আরও বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল।’

সোমবার (৫ ডিসেম্বর) মাদুরো ও তার স্ত্রীকে আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগেই স্যোশাল মিডিয়ায় এই ভিডিও বার্তা প্রকাশ করেন মাদুরো গুয়েরা।

মার্কিন আদালতের নথিতে মাদুরো গুয়েরাকে ‘দ্য প্রিন্স’ বা রাজপুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে মার্কিন অভিযানের সময় তিনি আটক হননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ