নোবেল শান্তি পুরস্কার পেলেও প্রধান অনুষ্ঠানে যাচ্ছেন না মারিয়া কোরিনা মাচাদো
নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এ বছরের প্রধান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন। নরওয়ের রাজধানী অসলোতে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা।
গত অক্টোবরে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তবে গত বছর থেকে তিনি পলাতক অবস্থায় রয়েছেন এবং বর্তমানে তিনি কোথায় আছেন তা জনসমক্ষে জানা নেই।
দলীয় সূত্র জানায়, মাচাদো মূল অনুষ্ঠানে থাকছেন না, তবে দিনের অন্যান্য কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ ও বক্তব্য প্রদান করবেন মাচাদোর মেয়ে।
আয়োজকেরা এক বিবৃতিতে জানিয়েছেন যে মাচাদোর উপস্থিতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু তাঁর ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও জানা গেছে তিনি নিরাপদে আছেন এবং আশা করা হচ্ছে, শিগগিরই অসলোতে পৌঁছাবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে