নেত্রকোণা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী
নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। তার পক্ষে আবেদনপত্র জমা দেন প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন তাহমিনা জামান শ্রাবণী।
এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে