Views Bangladesh Logo

ভারতবিরোধিতার কারণেই ক্ষমতা হারিয়েছি: কেপি শর্মা ওলি

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেছেন, ভারতবিরোধী অবস্থানের কারণেই তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। গত ৯ সেপ্টেম্বর জেন-জেড প্রজন্মের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তিনি।

পদত্যাগের পর গুজব ওঠে যে ওলি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে তিনি এখনও নেপালেই রয়েছেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে অবস্থান করছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ওলি তার প্রধানমন্ত্রীত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন। খবর ইন্ডিয়া টুডের।

ওলি জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার কারণে বিক্ষোভ শুরু হয়। তিনি বলেন, ভারতের নীতির বিরোধিতা না করলে হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারতেন।

তিনি আরও দাবি করেন, অযোধ্যায় নয়, বরং নেপালেই ভগবান রামের জন্ম হয়েছিল, যা ধর্মগ্রন্থেও উল্লেখ আছে। এই দাবির বিরোধিতার কারণেও তাঁকে পদত্যাগ করতে হয়েছে বলে জানান তিনি।

চিঠিতে ওলি লিখেছেন, স্বভাবতই আমি একটু একগুঁয়ে। সেই একগুঁয়েমি না থাকলে হয়তো এত চ্যালেঞ্জের মুখে অনেক আগেই সব ছেড়ে দিতাম। কিন্তু জেদ থেকেই আমি দাবি করেছি, নেপালে কার্যরত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে আমাদের আইন মানতে হবে এবং স্থানীয়ভাবে নিবন্ধন করতে হবে।'


তিনি আরও বলেন, 'আমি দৃঢ়ভাবে বলেছি যে লেপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের অংশ। এসব অবস্থান থেকে সরে গেলে সহজ পথ বেছে নিতে পারতাম, অনেক সুবিধাও পেতাম। কিন্তু তার পরিবর্তে আমি আমার সবকিছু রাষ্ট্রের জন্য দিয়েছি। আমার কাছে পদ বা সম্মান কখনোই প্রধান বিষয় ছিল না।

ওলি বলেন, তার ভারতবিরোধী অবস্থান এবং নেপালের সার্বভৌমত্ব রক্ষার জন্য নেয়া সিদ্ধান্তগুলোর কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ