Views Bangladesh Logo

ঢাকায় লন্ডন-বাংলা বইমেলার পুরস্কার বিতরণ

Press Release

প্রেস রিলিজ

বাংলা ভাষাভাষী শিশু-কিশোরদের মাঝে দেশাত্মবোধ জাগানো এবং বাংলা সংস্কৃতির শাশ্বত ধারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে 'লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪'-এর পুরস্কার ও সনদ বিতরণ করেছে 'লন্ডন-বাংলা বইমেলা উদযাপন পর্ষদ' ও 'সৃষ্টি বিশ্বময়'।


শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজনে সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা বইমেলা পর্ষদের প্রধান গোলাম মোস্তফা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি আলফ্রেড খোকন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, অভিনেতা ও সংস্কৃতিজন খায়রুল আলম সবুজ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল যাত্রা। স্বাগত বক্তব্য দেন 'সৃষ্টি বিশ্বময়'-এর সম্পাদক অলক দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপশ্রী চক্রবর্তী ও সোয়াইব আহমদ।

আলোচকরা বলেন, 'শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের শুধু শিক্ষায় নয়, সংস্কৃতির চর্চায়ও এগিয়ে রাখতে হবে। সাংস্কৃতিক অনুশীলন তাদের মানুষ হিসেবে গড়ে ওঠার পথে সহায়ক ভূমিকা রাখে’। এ ধরনের আয়োজনে শিশুদের অংশগ্রহণ এবং তাদের সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ভবিষ্যতের বাংলাদেশকে আরো আলোকিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয় তিন শতাধিক শিশু-কিশোর। তাদের ৪০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং সব অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন কস্তুরী বাচিক পাঠশালা, কিংবদন্তী আবৃত্তি পরিষদ এবং শিল্পবাংলা ব্যান্ড দলসহ বিজয়ী শিশু-কিশোররা পরিবেশন করে দলীয় ও একক সংগীত, আবৃত্তি, নৃত্য ও যন্ত্রসংগীত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ