দুবাইয়ে বুর্জ খলিফায় বজ্রপাত, অক্ষত বিশ্বের সর্বোচ্চ ভবন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। ঝড় ও টানা বৃষ্টির মধ্যেই এই বজ্রপাত হয়, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতৌম।
গতকাল থেকে দুবাইয়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়। তবে এতে ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে বিশেষ প্রকৌশল নকশায় নির্মিত হওয়ায় বুর্জ খলিফা অক্ষত রয়েছে।
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ক্রাউন প্রিন্স দুবাইবাসীকে সতর্ক করে বলেন, সামনে আরও বৃষ্টিবহুল দিন আসতে পারে এবং সে অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিকে আমিরাতের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাইসহ আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েক দিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, ১৬৩ তলা ও ২ হাজার ৭১৭ ফুট উচ্চতার বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে