মহান বিজয়ের মাসের প্রথম দিনে রাজধানীতে আলোর মিছিল
মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হওয়া মিছিল শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়, যেখানে তিন সংগঠনের নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গণসংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে উপস্থিত সবাই শপথবাক্য পাঠ করেন।
শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। সমাবেশে বক্তৃতা করেন ন্যাপ–কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল-এ-এলাহী মশগুল, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুসহ অন্যরা। সমাবেশ পরিচালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয় এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। তবে বিজয়ের ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের আদর্শকে বিকৃত করার নানা ষড়যন্ত্র চলছে। তারা বলেন, বাহাত্তরের সংবিধানসহ মুক্তিযুদ্ধের চেতনা মুছে দেওয়ার যে কোনো অপচেষ্টা দেশপ্রেমিক জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কোনো সাম্প্রদায়িক বা মৌলবাদী রাষ্ট্র নয়; বরং বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই সেই লড়াই হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত প্রগতিশীল শক্তির সংগ্রাম অব্যাহত থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে