‘আদালতের প্রতি আস্থা নেই’, জামিন আবেদনে লতিফ সিদ্দিকীর অস্বীকৃতি
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জামিন আবেদন করতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আদালতের ওপর তার কোনো আস্থা নেই। তার আইনজীবী সাইফুল ইসলাম জানিয়েছেন, জামিনের জন্য পাওয়ার অব অ্যাটর্নিতে স্বাক্ষর নিতে গেলে লতিফ সিদ্দিকী তা করতে রাজি হননি। তিনি মনে করেন, আদালতের জামিন দেয়ার ক্ষমতা নেই।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আইনজীবী সাইফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এদিন রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।
এর আগে সকালে লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাদের সবাইকে হাতকড়া পরিয়ে, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয়েছিল। মহানগর হাকিম সারা ফারজানা হকের আদালতে জামিনের শুনানি হয়। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তার বিরোধিতা করেন। লতিফ সিদ্দিকী ছাড়া বাকি আসামিরা জামিনের আবেদনে স্বাক্ষর করেন। উভয় পক্ষের কথা শোনার পর আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট সকাল ১১টার দিকে বাদী দেখতে পান, বেশকিছু লোকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং আবদুল লতিফ সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেয়া। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম এই মামলার তদন্ত করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে