লাদাখ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার
লাদাখের রাজ্য মর্যাদা দাবির আন্দোলনের মুখপাত্র ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে শুক্রবার বিকেলে লেহ-তে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাদাখ পুলিশের মহাপরিচালক এসডি সিং জামওয়ালের নেতৃত্বে জানানো হয়, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনগণকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারের একদিন আগে ওয়াংচুক বলেছিলেন, আন্দোলনের স্বার্থে হলে তিনি গ্রেপ্তারকে স্বাগত জানাবেন।
ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত এই শিক্ষাবিদ ও কর্মী সম্প্রতি বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA) লঙ্ঘনের অভিযোগে তদন্তের মুখোমুখি হন, যার ফলে তার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (CBI)ও তদন্ত শুরু করেছে।
তবে ওয়াংচুক তার প্রতিষ্ঠানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, তারা কোনো বিদেশি অনুদান নেয়নি। তিনি স্পষ্ট করেন, জাতিসংঘ ও সুইজারল্যান্ড ও ইতালির কিছু প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন ছিল, যার সব কর যথাযথভাবে পরিশোধ করা হয়েছে। এটিকে ভুলভাবে বিদেশি অনুদান হিসেবে দেখা হয়েছে। এটি অনুদান নয়, বরং ব্যবসায়িক লেনদেন' বলে জানান তিনি।
তার গ্রেপ্তারের ঘটনাটি আসে লেহতে বুধবার সংঘটিত সহিংস সংঘর্ষের পর। ওইদিন আলাদা রাজ্যের দাবি ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালে চারজন নিহত ও প্রায় ৮০ জন আহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে