Views Bangladesh Logo

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে রচিত বই

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বিভিন্ন বই। এর ফলে গ্রন্থাগারটির পাঠক ও গবেষকরা এখন খালেদা জিয়ার জীবন, রাজনীতি ও গণতান্ত্রিক সংগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

জীবনের শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া খালেদা জিয়াকে জানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী রাজ্যগুলোর পাঠক ও গবেষকদের আগ্রহ ও কৌতূহলের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটির নেপথ্যে রয়েছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন।

কলকাতার পার্ক সার্কাস এলাকার তিন নম্বর সোহরাওয়ার্দী এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এই ভবনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসান সোহরাওয়ার্দী এবং অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতিবিজড়িত।

উদ্যোগ সম্পর্কে তারিক চয়ন জানান, গ্রন্থাগারটিতে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ভূগোল, আইনকানুন, কৃষি ও পরিবেশ, শিক্ষা ও চিকিৎসাসহ নানা বিষয়ে বাংলা ও ইংরেজি বই রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির জীবনীও সংরক্ষিত। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি লক্ষ্য করেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বইও সেখানে নেই।

তিনি বলেন, “খালেদা জিয়ার নাম উল্লেখ রয়েছে—এমন কোনো বইও পাওয়া যায়নি। এমনকি গ্রন্থাগারের বই খুঁজে বের করার জন্য কোনো ক্যাটালগও ছিল না। পরে আমি নিজ উদ্যোগে দিনের পর দিন বইগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজাই এবং বাংলাদেশ সম্পর্কে পাঠকদের সহজ ধারণা দিতে একটি ‘বাংলাদেশ কর্ণার’ তৈরি করি।”

খালেদা জিয়াকে নিয়ে বই সংগ্রহের বিষয়ে তারিক চয়ন জানান, কিছু বই তিনি নিজ অর্থায়নে কিনেছেন, কিছু সংগ্রহ করেছেন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এবং কিছু বই ঢাকা থেকে প্রকাশকদের কাছ থেকে পেয়েছেন।

এই উদ্যোগের মাধ্যমে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রটি বাংলাদেশ ও তার রাজনৈতিক ইতিহাস জানার ক্ষেত্রে পাঠক ও গবেষকদের জন্য আরও সমৃদ্ধ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ