Views Bangladesh Logo

দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে ডুবল কলকাতা, ৭ জনের মৃত্যু

ভারতের কলকাতায় রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই প্রবল বর্ষণ এবং পরবর্তী বন্যার কারণে শহরজুড়ে সড়ক, রেল, মেট্রো এবং বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই পরিস্থিতির কথা তুলে ধরা হয়। অন্যদিকে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

এনডিটিভির তথ্য অনুযায়ী, কলকাতা এবং তার আশপাশের এলাকায় টানা বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শহরের একাধিক এলাকায় যেমন—বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট এবং ইকবালপুরসহ মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এই জলাবদ্ধতার কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া শহরতলি এবং মেট্রোরেল পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বহু নিম্নাঞ্চলের বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে, যার ফলে দুর্ভোগে পড়েছেন অনেক বাসিন্দা। এ অবস্থায় আজ বেশ কিছু স্কুল ছুটি ঘোষণা করেছে।

কলকাতা পৌর কর্পোরেশনের তথ্য অনুসারে, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি ছিল। গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালিঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে। শহরবাসীকে আরও বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দুর্গাপূজা শুরুর ঠিক আগে এমন প্রবল বর্ষণে শহরজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। পূজা মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেক মণ্ডপের কাঠামো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ