Views Bangladesh Logo

ভাইয়ের রাজপুত্র খেতাব বাতিল করল রাজা তৃতীয় চার্লস

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তার ভাই প্রিন্স অ্যান্ড্রুর ‘রাজপুত্র’ উপাধি বাতিল করেছেন। এর ফলে উইন্ডসরের রাজকীয় বাসভবন ‘রয়্যাল লজ’ও ছাড়তে হবে তাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে তীব্র সমালোচনার পর রাজা এই সিদ্ধান্ত নেন। খবর বিবিসির।

বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, এখন থেকে রাজা চার্লসের ভাই ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর’ নামে পরিচিত হবেন। বিবৃতিতে আরও বলা হয়, রাজা অ্যান্ড্রুর সব ধরনের রাজকীয় উপাধি, সম্মাননা ও মর্যাদা আনুষ্ঠানিকভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন এবং তাকে দেওয়া রয়্যাল লজ বাসভবনের ইজারা বাতিলের নোটিশও পাঠানো হয়েছে।

রাজপরিবারের এই সিদ্ধান্ত এসেছে অ্যান্ড্রুর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ার পর। চলতি মাসের শুরুতে এপস্টেইনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী নারী ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায় প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে কিশোরী অবস্থায় একাধিকবার যৌন সম্পর্কের অভিযোগ তোলা হয়। যদিও অ্যান্ড্রু অভিযোগ অস্বীকার করেছেন।

জিউফ্রের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ভার্জিনিয়া নিজের সত্য ও সাহস দিয়ে এক ব্রিটিশ রাজপুত্রকে পরাজিত করেছেন।’ অ্যান্ড্রু ২০২২ সালে জিউফ্রের সঙ্গে আর্থিক নিষ্পত্তির মাধ্যমে মামলাটি মীমাংসা করেছিলেন।

রাজপ্রাসাদ জানিয়েছে, ‘অ্যান্ড্রু নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করলেও এই শাস্তিগুলো অপরিহার্য বলে বিবেচিত হয়েছে।’ পাশাপাশি প্রাসাদের পক্ষ থেকে নির্যাতনের শিকার সকল ভুক্তভোগীর প্রতি সংহতি প্রকাশ করা হয়।
রয়্যাল লজ ছাড়ার পর অ্যান্ড্রু স্যান্ড্রিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত বাসভবনে থাকবেন। এর খরচ বহন করবেন রাজা চার্লস নিজেই। অ্যান্ড্রু ২০০৪ সাল থেকে রয়্যাল লজে বসবাস করে আসছেন।

২০০৩ সালে তিনি ক্রাউন এস্টেট থেকে ৭৫ বছরের জন্য ওই বাড়ি বরাদ্দ পান। বিশাল এই রাজকীয় ভবনে রয়েছে মালীঘর, ছোট একটি চ্যাপেল লজ, ছয় শোবার ঘরের একটি কটেজ এবং নিরাপত্তাকর্মীদের থাকার জায়গা।

বিবিসির তথ্যানুসারে, অ্যান্ড্রু এই বাড়ির জন্য ৮০ লাখ পাউন্ড এককালীন পরিশোধ করেছিলেন, যা ৭৫ বছরের ভাড়ার সমপরিমাণ ধরা হয়। ফলে তিনি কেবল নামমাত্র ভাড়ায় রাজপ্রাসাদে বসবাস করতেন। ২০০৬ সালে তিনি এপস্টেইনকে নিজের মেয়ে বিআট্রিসের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন, যদিও তার আগেই যুক্তরাষ্ট্রে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে এপস্টেইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক মেয়ে প্রিন্সেস ইউজিনি ও প্রিন্সেস বিআট্রিস তাদের রাজকুমারীর উপাধি ধরে রাখবেন। তবে অ্যান্ড্রু এখনও সিংহাসনের উত্তরাধিকার তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসনও রয়্যাল লজ ছাড়বেন এবং নিজের থাকার ব্যবস্থা করবেন।
অ্যান্ড্রুর ‘ডিউক অব ইয়র্ক’ উপাধি ত্যাগের পর সারা ফার্গুসন আবার নিজের পারিবারিক নাম ব্যবহার শুরু করেছেন। রাজপরিবারের জন্য এটি আরেকটি কঠিন সময়, কারণ অ্যান্ড্রুকে ঘিরে একের পর এক কেলেঙ্কারি ও পুরোনো ই-মেইল ফাঁসের ঘটনায় রাজপরিবারের ভাবমূর্তি চাপে পড়েছে।

বাকিংহাম প্রাসাদ চাইছে, প্রিন্স অ্যান্ড্রুর নাম জড়িয়ে থাকা এসব বিতর্ক ও কেলেঙ্কারির স্থায়ী ইতি টেনে রাজপরিবারের মর্যাদা পুনরুদ্ধার করতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ