তিন ধর্মীয় নেতাকে ‘উত্তরসূরি’ নির্ধারণ করে রাখলেন খামেনি
ইসরায়েলের বার বার ‘হত্যার হুমকির মুখে’ নিজের ‘উত্তরসূরি’ হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে এ তালিকায় খামেনির ছেলে মোজতাবা নেই বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (২১ জুন) নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সর্বোচ্চ নেতা জানেন, ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি এই অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা, অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে প্রস্তাবিত তিনটি নাম থেকে দ্রুত তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দেয়া হবে।
ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত কয়েক মাস ধরে চলে। ধর্মগুরুরা তাদের নিজস্ব তালিকা থেকে নাম বেছে নেন।
কর্মকর্তারা বলছেন, যেহেতু দেশটি এখন যুদ্ধে লিপ্ত, তাই খামেনি চান ‘তার উত্তরাধিকার ঠিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি নিশ্চিত করতে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে