সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পবিত্র আশুরার শুভেচ্ছা জানাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে তাকে দেখা গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে আশুরার আগের দিনের এক অনুষ্ঠানে অংশ নেন খামেনি। ফুটেজে তাকে উপস্থিতদের শুভেচ্ছা জানাতে এবং আরেক ধর্মীয় নেতা মাহমুদ কারিমির সঙ্গে ‘ও ইরান’ শিরোনামের একটি দেশপ্রেমমূলক গান গাইতে দেখা যায়।
এর আগে, ১৩ জুন ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের ঘোষণার সময় রেকর্ড করা ভিডিওতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। ওই হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয়।
যুদ্ধ চলাকালে খামেনি শুধু ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন, যা থেকে তার ‘বাঙ্কারে লুকিয়ে থাকার’ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাই আশুরার প্রাক্কালে তার সরাসরি উপস্থিতি দেশটির গণমাধ্যমে বড় খবর হয়ে ওঠে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে