Views Bangladesh Logo

কানাডায় ভারতীয় কনস্যুলেট দখলের হুমকি খালিস্তানিদের

কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেট বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দখলের হুমকি দিয়েছে স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। ওইদিন সেখানে অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্তদের অন্যদিন যাওয়ার আহ্বান জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদকে জানিয়েছিলেন, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার তদন্ত চলছে। সেটি পূরণ না হওয়ায় ট্রুডোর প্রতিশ্রুতির দুই বছর পূর্তির দিনটিতেই কনস্যুলেট দখলের পরিকল্পনা বলেই দাবি খালিস্তানপন্থিদের।

ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে তাদের আন্দোলন দমনে গোপন গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক পরিচালনারও অভিযোগ তুলেছে এসএফজে। বুধবারের (১৭ সেপ্টেম্বর) বিবৃতিতে গোষ্ঠীর নেতারা দাবি করেন, ট্রুডোর প্রতিশ্রুতি পূরণের সময় অতিবাহিত হয়ে গেলেও ভারতীয় কনস্যুলেটগুলো কানাডায় তাদের সমর্থকদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি চালাচ্ছে। স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠায় গণভোট প্রচারকদের লক্ষ্যবস্তু করেও চলেছে তারা।

কানাডায় নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ পট্টনায়েকের ছবিতে ‘টার্গেট’ করার চিহ্ন এঁকে পোস্টারও প্রকাশ করেছে এসএফজে। নেতাদের দাবি, তাদের সদস্যদের বিরুদ্ধে হুমকি এতোটাই গুরুতর হয়ে উঠেছে যে, খালিস্তান গণভোটের বিশিষ্ট প্রচারক এবং প্রয়াত নিজ্জরের ঘনিষ্ঠ সহযোগী ইন্দ্রজিৎ সিং গোসালের ওপরও প্রতিরক্ষামূলক নজরদারি করছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

গোষ্ঠীটি বলেছে, পরিকল্পিত কনস্যুলেট দখলের লক্ষ্য, কানাডার মাটিতে গুপ্তচরবৃত্তি ও ভয় দেখানোয় জড়িতদের কাছ থেকে জবাবদিহিতা দাবি করা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভ্যাঙ্কুভারে অবস্থিত দেশটির কনস্যুলেট।

১৯৮০-এর দশক থেকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে সহিংস ‘খালিস্তান আন্দোলন’ চালিয়ে আসছে পাঞ্জাব রাজ্যের শিখদের একটি অংশ। দীর্ঘদিন ধরে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ানো এই আন্দোলন দমনে হাজার হাজার শিখকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। আন্দোলনটি এখন ভারতে সক্রিয় না থাকলেও বিদেশে, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন খালিস্তানি সমর্থকরা।

ভারত স্বাধীন খালিস্তানপন্থিদের ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’ চিহ্নিত ও জাতীয় নিরাপত্তায় গুরুতর হুমকি বলে মনে করে। ২০২৩ সালের ১৮ জুন তাদের নেতা হরদীপ সিং নিজ্জরকে ভ্যাঙ্কুভারের একটি শহরতলিতে গুলি চালিয়ে হত্যা করা হয়।

সে সময়কার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে এই হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ এনেছেন, যা কানাডা ও ভারতের মাঝে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ