Views Bangladesh Logo

খালেদা জিয়া প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক: মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক।

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আইনজীবী অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ।

ড. মঈন খান বলেন, খালেদা জিয়ার চিন্তা, কাজ, দক্ষতা এবং মানুষের প্রতি ভালোবাসাই তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। ১৯৯১ সালের নির্বাচনের প্রেক্ষাপট এবং নব্বইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনের পর তিনি আপসহীন নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৯১ সালের নির্বাচনে জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্রচর্চার উদাহরণ স্থাপন করেছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় তিনবার মন্ত্রী হিসেবে তিনি কোনো নির্দিষ্ট নির্দেশ পাননি; সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা প্রায় ৪৭টি মিথ্যা মামলার প্রসঙ্গেও তিনি বলেন, তিনি আইনের বাইরে যেতে কখনও চাননি, যা তার আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রনায়কসুলভ মানসিকতা প্রমাণ করে।

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উল্লেখ করেন, ২০০১–২০০৬ মেয়াদে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চালু করা, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ—সবই খালেদা জিয়ার দূরদর্শিতার প্রতিফলন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ