প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করল কাজাখস্তান
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে প্রকাশ্যে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি কাসিম-জোমার্ত তোকায়েভের কাছে পাঠানো হয়েছে।
দেশটির প্রায় ৭০ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তবে সরকার বলছে, জননিরাপত্তা এবং ধর্মনিরপেক্ষ সংস্কৃতি বজায় রাখার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের যুক্তি, মুখ ঢাকা থাকলে ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় বাধা সৃষ্টি করে।
তবে আইনটিতে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যেমন-চিকিৎসাজনিত কারণে, অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জরুরি সেবার সময় মুখ ঢেকে রাখা যাবে।
এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক পরার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়। পরে ২০২৩ সালে শিক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম চালু করা হয়।
রাষ্ট্রপতি তোকায়েভ নিজেও মুসলমান। তবে তিনি মনে করেন, রাষ্ট্র পরিচালনায় ধর্মের কোনো ভূমিকা থাকা উচিত নয়। তার মতে, ‘নিকাব মৌলবাদীদের চাপিয়ে দেয়া পোশাক, যা কাজাখ সংস্কৃতির সঙ্গে যায় না।’
প্রসঙ্গত, এর আগেও মধ্য এশিয়ার অন্য মুসলিম দেশ উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে। এসব পদক্ষেপ মূলত দেশগুলোতে ধর্মীয় চরমপন্থা ঠেকানোর কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে