Views Bangladesh Logo

কাঠমান্ডুতে আজও জরুরি অবস্থা বহাল

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজও জরুরি অবস্থা বহাল রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কারফিউ বলবৎ থাকলেও এদিন দোকানপাট ও বাজার খোলা রাখা হয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ধীরে ধীরে ব্যাংক পরিষেবা এবং সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম চালুর পরিকল্পনা করছে দেশটির সেনাবাহিনী।

এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কে হবেন, তা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। আন্দোলনকারীরা প্রথমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে মেনে নিলেও এখন তার বয়স নিয়ে প্রশ্ন তুলছেন। তার পরিবর্তে বিদ্যুৎ বিভাগের প্রধান কুলমান ঘিসিং-কে অন্তর্বর্তী সরকার প্রধান করার প্রস্তাব দেয়া হচ্ছে।

বর্তমান সংসদ ভেঙে দেয়ার দাবিতে এখনও অনড় রয়েছেন আন্দোলনকারীরা। নেপালের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩৪ জন নিহত এবং ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।


এ ছাড়া দেশের ৭৭টি জেলার বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৩ হাজার বন্দি পালিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন বন্দি ভারত সীমান্তের কাছাকাছি এলাকা থেকে পালানোর চেষ্টা করার সময় আটক হয়েছেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ