Views Bangladesh Logo

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে যে আগুনের সূত্রপাত হয়েছিল তা রাত ১০টা ৩৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

আগুনের খবর পেয়ে প্রথমেই ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়িয়ে প্রায় ২০টি করা হয়।

শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ইউনিট পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়। এছাড়া ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে বলে জানান দমকল বাহিনীর সদস্যরা। পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটেছে।

রাজধানীর সবচেয়ে বড় বস্তিগুলোর একটি কড়াইল। সরু পথ, ঘনবসতি, দাহ্য নির্মাণসামগ্রী এবং অনিয়ন্ত্রিত বিদ্যুৎ–গ্যাস–সংযোগের কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় অগ্নিকাণ্ডে বস্তিটির বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ