রাখাইনে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৮
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি আবাসিক স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
মিয়ানমারভিত্তিক দ্য ইরাবতী সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা থায়াত তাবিন গ্রামে কিয়াউকতাউ শহরে এই হামলা চালানো হয়।
পশ্চিম মিয়ানমারের অশান্ত আরাকান অঙ্গরাজ্যে স্কুলে চালানো এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে।
বর্তমানে আরাকান আর্মিসহ বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইন রাজ্যের উল্লেখযোগ্য অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
এই সহিংসতা এবং মানবিক সংকটের মধ্যেও এ বছরের ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সামরিক সরকার। তবে এমন পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে