Views Bangladesh Logo

হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম এবং তুষার মোল্লা।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আজ হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্রসহ মোট চারটি ফরম বিতরণ করা হয়েছে। এ নিয়ে কুমিল্লা-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র সংগৃহীত হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ