Views Bangladesh Logo

সাতক্ষীরায় যুবদলের ৬ নেতা বহিষ্কার

লীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার যুবদলের ছয় নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম হাফিজ ও ফিরোজ আহম্মেদ জজ, শোভনালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শরিফ এবং খাজরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফজান জানি রাসেল। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ