জাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি পরিবর্তন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার পদ্ধতি পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুরুতে ওএমআর মেশিনে গণনার পরিকল্পনা থাকলেও স্বচ্ছতা নিশ্চিত করতে হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ডাকসু নির্বাচনে মেশিনভিত্তিক গণনা নিয়ে বিতর্কের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন, এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন ও ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।
ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এতে অংশ নিয়েছে ৮টি প্যানেল, যাদের মধ্যে রয়েছে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থী।
ভোট পরিচালনায় দায়িত্ব পালন করছেন ৬৭ জন শিক্ষক প্রিজাইডিং অফিসার ও সমান সংখ্যক কর্মকর্তা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে। ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা সম্পন্ন হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে