Views Bangladesh Logo

‘জেবু’র অফিশিয়াল ফেসবুক পেইজ চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তার পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। জেবুর নামে চালু করা হয়েছে একটি অফিশিয়াল ফেসবুক পেইজ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জেবুরও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা।

হালকা মেজাজ ও কিছুটা কৌতুকধর্মী (স্যাটায়ার) কনটেন্টে সাজানো জেবুর ফেসবুক পেজটি ইতোমধ্যে অনলাইনে বিড়ালপ্রেমী ও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেইজটিকে ‘অফিশিয়াল’ বলে নিশ্চিত করেছেন।

চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে জেবুর আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

জেবুর জনপ্রিয়তা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটাকে খুব ভালোবাসি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ