দায়িত্বে অবহেলায় জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ জন নেতাকে দায়িত্বে অবহেলার অভিযোগে পদ থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজিব হাসান ও সাহানুর রহমান। এছাড়া সদস্য হিসেবে ছিলেন নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার জন্য ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। তবে কমিটি গঠনের পর থেকে সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা দেখা যায় বলে অভিযোগ ওঠে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে