বাংলাদেশে প্রথমবার জাপানি ও বহুজাতিক কোম্পানির চাকরি মেলা শুক্রবার
বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও বহুজাতিক কোম্পানির যৌথ অংশগ্রহণে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষ জব সার্চ প্ল্যাটফর্ম এটিবি জবস বাংলাদেশ আয়োজন করছে দিনব্যাপী এই মেলা।
আগামী শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এ মেলা। এতে অংশ নেবে ৩০টিরও বেশি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, নবীন গ্র্যাজুয়েট থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবীরা মেলায় অংশ নিয়ে সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, অন-দ্য-স্পট ইন্টারভিউ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করতে থাকছে র্যাফেল ড্রর ব্যবস্থা।
স্পনসর হিসেবে থাকছে—কাওয়াই গ্রুপ, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স গ্রুপ, বেভি কমার্স, এশিয়ান স্কিল ডেভেলপমেন্ট কোম্পানি, এশিয়া জাপান রিয়েল এস্টেট, অগমেডিক্স বাংলাদেশ, বেটোপিয়া গ্রুপ, কোকোরোজাশি জাপান লিমিটেড, হোন্ডা বাংলাদেশ, আজিনোমটো বাংলাদেশ এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
অংশীদার সংস্থা হিসেবে থাকছে—জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এছাড়া অফিসিয়াল ফুড পার্টনার হিসেবে থাকবে জাপানি মালিকানাধীন রেস্টুরেন্ট তাকুমি।
স্পনসর হিসেবে থাকছে কাওয়াই গ্রুপ, ডেটাসফট, কনফিডেন্স গ্রুপ, হোন্ডা বাংলাদেশ, আজিনোমটো বাংলাদেশসহ একাধিক প্রতিষ্ঠান। অংশীদার সংস্থার মধ্যে রয়েছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। অফিসিয়াল ফুড পার্টনার হিসেবে থাকছে জাপানি রেস্টুরেন্ট তাকুমি।
আয়োজকরা আশা করছেন, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় চাকরিপ্রার্থীদের ব্যাপক অংশগ্রহণে মেলা জমজমাট হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে