৪ দিনের ব্যবধানে ফের বড় ভূমিকম্প জাপানে
জাপানের উত্তরপূর্বাঞ্চলে মাত্র চার দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। এর পরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (জিএমএ)।
জিএমএর তাৎক্ষণিক বার্তায় জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। উত্তরের দ্বীপ হনশুর আওমোরি জেলার উপকূলে সাগরের তলদেশে ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।
এর মাত্র চার দিন আগে, সোমবার একই এলাকায় ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্রও ছিল সাগরের নিচে।
সাম্প্রতিক এই ধারাবাহিক কম্পনকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে হনশু ও হোক্কাইডোসহ টোকিওর পূর্বদিকে অবস্থিত চিবা দ্বীপের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। সতর্কবার্তায় বলা হয়েছে, আগের ভূমিকম্পের ধারাবাহিকতা হিসেবেই নতুন কম্পনটি হয়েছে এবং শিগগিরই আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।
এদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্যে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে