Views Bangladesh Logo

জামায়াত-শিবির বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াত-শিবির অনলাইন ও অফলাইনে বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দিচ্ছে এবং শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। গুপ্ত দলের গুপ্ত কর্মকাণ্ডে দেশের মানুষ আর পাত্তা দেবে না।

তিনি আরও বলেন, এবার জামায়াতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। তারা ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো নারী হতে পারবেন না।

রিজভী প্রশ্ন তুলে বলেন, দলটির নেতারা আসলে কী করতে চান, তা নিজেরাই পরিষ্কার নন। একদিকে তারা নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলেন, আবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন—এ ধরনের কথা তারা বলেননি। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস খাতে নারীদের অংশগ্রহণের কথা উল্লেখ করে রিজভী বলেন, এই খাতে ৫৫ শতাংশ কর্মী নারী। সন্তান লালন-পালনে পুরুষের কোনো দায়িত্ব নেই কি না—এ প্রশ্ন তুলে তিনি বলেন, সভ্যতার এই যুগে এসে এ ধরনের বক্তব্য সমাজকে কোথায় নিয়ে যেতে চায়।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল চায় নারীরা ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকুক। তিনি অভিযোগ করেন, তারা নারীদের ব্যবহার করে ভোট চাওয়া ও জান্নাতের টিকিট বিক্রির জন্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ