জামায়াত-শিবিরের কাছে লুটের অস্ত্র আছে: বিএনপি প্রার্থী হারুন
পুলিশের অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র জামায়াত-শিবিরের কাছে রয়েছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশীদ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুরে এক নির্বাচনী সভায় তিনি এ অভিযোগ করেন।
নির্বাচনী সভায় হারুনুর রশীদ বলেন, ৫ আগস্ট সন্ধ্যার পর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে রাখে। পরে রাত ২টার দিকে অস্ত্রাগার লুট করা হয়। সেই লুট করা অস্ত্র এখন জামায়াত-শিবিরের কাছেই রয়েছে।
জামায়াত-শিবিরকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ১৯৯৬ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তোমাদের প্রত্যাখ্যান করেছে। কারণ তোমরা একটি সন্ত্রাসী সংগঠন।
সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের ঘোষকের দল। যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছে, মা–বোনদের পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছে—সেই ইতিহাস কি আমরা ভুলে যাব? নতুন প্রজন্ম কি সেই ইতিহাস ভুলে যাবে?
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে