Views Bangladesh Logo

জামায়াতের ‘মহিলা সমাবেশ’ স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির ‘মহিলা সমাবেশ’ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

বৃহস্পতিবার বিকেলে মহিলা বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।’

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দেন। তিনি জানান, ওইদিন সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন, এই প্রথমবার তাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

সরকারি কর্মকর্তা–কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার করতে পারবেন না

নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রজাতন্ত্রের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে সতর্ক করে জানিয়েছে, তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে জনগণকে আহ্বান জানাতে পারবেন না। তবে তারা জনগণকে গণভোট বিষয়ে ‘অবহিত ও সচেতন’ করতে পারবেন।

বৃহস্পতিবার কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা গণভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ