Views Bangladesh Logo

হাসিনার বিচার ন্যায্য ও আন্তর্জাতিক মানের, ভারত থেকে তাকে ফেরত আনার দাবি জামায়াতের

 VB  Desk

ভিবি ডেস্ক

জামায়াতে ইসলামী বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যে বিচারপ্রক্রিয়ায় শেখ হাসিনার রায় দিয়েছে, তা ছিল স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান বজায় রাখা। একই সঙ্গে তারা ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার দাবি জানিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ’যদি কেউ ভালো প্রতিবেশীর আচরণ করতে চায়, যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আকাঙ্ক্ষা থাকে, তাহলে হাসিনাকে ফিরিয়ে দেওয়াই তাদের প্রথম দায়িত্ব।’

তিনি আজ (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

এর আগে দিনেই গত বছরের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি-১) শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।

রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পরওয়ার বলেন, ’আমরা বিশ্বাস করি, এই বিচার নিয়ে কারও প্রশ্ন তোলার সুযোগ নেই।’

জামায়াত নেতা আরও বলেন, ’যারা এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে, আমাদের দৃষ্টিতে তারা নৃশংস অপরাধীর পক্ষেই অবস্থান নিয়েছে। আমরা দাবি করছি, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।’

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ