Views Bangladesh Logo

পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াত নেতা তাহেরের

নির্বাচন পাতানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বুধবার (৭ জানুয়ারি) দলীয় প্রধানের বসুন্ধরা কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ সন্দেহ প্রকাশ করেন।

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুদিন ধরে একটি বিশেষ রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে বলেও অভিযোগ তোলেন তাহের।

তিনি বলেন, গত এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ‘ল এনফর্সিং অথরিটি’ যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে; এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে না কি অতীতের নির্বাচনগুলোর মতো?

এ ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। নিরপেক্ষ হয়ে বাংলাদেশকে রক্ষার জন্য ভূমিকা রাখতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নায়েবে আমির তাহের।

তাহের বলেন, ‘সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোকে কেন্দ্র করে মূল আলোচনা হলেও প্রতিনিধি দলের সঙ্গে সংসদ নির্বাচন ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে।’

বাংলাদেশে একটা ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন অত্যন্ত জরুরি, সে কথা প্রতিনিধি দলকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন জামায়াতের এই নায়েবে আমির। তিনি মনে করেন, বিগত ৫৫ বছরে বাংলাদেশের যে ক্রাইসিস তৈরি হয়েছিল, এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠ এবং সঠিক নির্বাচনের অভাব।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ