Views Bangladesh Logo

নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর রোকন ও পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা তার বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে। তারা আনোয়ার উল্লাহর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে হত্যা করে এবং নগদ পাঁচ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানিয়েছেন, মরহুম একজন বিশিষ্ট সমাজসেবক ও হোমিও চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ কুমিল্লার লাকসামে পরিবারের কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যার কারণ উদঘাটন, দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ