জামায়াতের পাখনা গজিয়েছে, লন্ডন থেকে ভয় দেখায় বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে জামায়াতের উত্থান ও বিএনপির ‘লন্ডননির্ভর’ ভয় দেখানোর নীতি কঠোরভাবে সমালোচনা করেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন ‘নতুন চেতনার’ কথা বলে ধর্মের ব্যবসা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাদের এখন পাখনা গজিয়েছে।।
পাটওয়ারী বলেন, অতীতে জামায়াত কিছু ভালো কাজ করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ডাকসু নির্বাচনের দুই মাসের মধ্যে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট ব্যবহার করে হেলিকপ্টারে ঘুরে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ২০০১–২০০৬ সালে দেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার দায় বিএনপির ব্যর্থতার ওপর বর্তায়। সেই ব্যর্থতার কারণে দেশে এক–এগারোর সরকার এসেছিল, যার সময় দেশের প্রায় সব তরুণ নিপীড়নের মুখোমুখি হয়েছিল।
পাটওয়ারী বলেন, জামায়াত ধর্মীয় আবেগ ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে চেতনা দিয়ে রাজনীতি হয় না, তাই রাজনীতিতে অংশ নিতে হলে সোজা পথে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর এখন পাখনা গজিয়েছে, কিন্তু পাকিস্তানেও তারা ভোটে সফল হয়নি।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ২০০১–২০০৬ সালে ক্ষমতায় থেকে তারা জামায়াতের সঙ্গে মিলে সব সেক্টরে দুর্নীতি করেছে এবং এখন ধর্মভিত্তিক নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত আন্দোলনের নেতাদের কিনে নেওয়ার চেষ্টা করেছে।
ভয় দেখানোর প্রসঙ্গে পাটওয়ারী বলেন, “আমাদের ভয় দেখানোর চেষ্টা হয় লন্ডন থেকে; দেশের ভেতর থেকে নয়। আমরা কাউকে ভয় পাই না—না বাস্তবে, না অনলাইনে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে