Views Bangladesh Logo

জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহ করছে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের পরিবেশ ও ভোটের সমতা নষ্ট করছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি করছে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন কমিশনের সামনে একাধিক গুরুতর বিষয় তুলে ধরেছি। জামায়াতের কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি নম্বর সংগ্রহ করছে—এটি অত্যন্ত উদ্বেগজনক। এসব তথ্য কী উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে, তা স্পষ্ট নয়। বিষয়টি নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। এ কারণেই আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, কমিশনের কিছু কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ধরনের আচরণ নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং নির্বাচন নিয়ে জনগণের আস্থা দুর্বল করছে।

তিনি জানান, এসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ