Views Bangladesh Logo

প্রথমবারের মতো ঢাকায় মহিলা সমাবেশ করবে জামায়াত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি ‘প্রতিবাদী সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। এটি রাজধানীতে প্রথমবারের মতো দলের নারী নেতা-কর্মীদের বড় জমায়াত হিসেবে আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, সমাবেশে সারা দেশে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ জানানো হবে।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের নারী সংগঠন দেশের সর্বত্র সক্রিয়। তাই নির্বাচনের প্রধান প্রতিপক্ষ এটা বুঝতে পেরেছে এবং মহিলাদের ওপর আক্রমণ, হেনস্তা ও ভয়ভীতি সৃষ্টি করছে। নারীরাই শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা ও উগ্রতা পছন্দ করে না। এ জন্যই তারা নারীদের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, সরকার নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সত্ত্বেও, যারা নারীর অধিকার ও স্বাধীনতার বিষয়ে বেশি কথা বলেন, তারা রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা চালাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, এসব হামলা করছে বিএনপির লোকজন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ