গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহরের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা শহর দখলের মধ্য দিয়ে গাজা উপত্যকাজুড়ে একটি দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শুরু করবে।
সরকারি সূত্র জানায়, যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকায় মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি, যুদ্ধের অবসান ঘটাতে পাঁচটি প্রধান শর্ত নির্ধারণ করা হয়েছে: হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা, জীবিত ও নিহত সব জিম্মি উদ্ধার, গাজা উপত্যকার সামরিকীকরণ রোধ, ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে একটি বেসামরিক প্রশাসন গঠন।
তবে পরিকল্পনা ঘিরে ইসরায়েলি নেতৃত্বের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আইডিএফ-এর চিফ অব স্টাফ এয়াল জামির সতর্ক করে জানান, এই অভিযান জিম্মিদের জীবনের জন্য হুমকি হতে পারে এবং দীর্ঘমেয়াদি সামরিক জটিলতা তৈরি করতে পারে।
এদিকে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা, তুরস্ক, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের সরকার এ পদক্ষেপের মাধ্যমে গাজায় মানবিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। অনেকেই একে পূর্ণাঙ্গ দখল অভিযানের ইঙ্গিত হিসেবে দেখছেন।
নেতানিয়াহু অবশ্য দাবি করছেন, এটি শাসন ব্যবস্থা কায়েমের উদ্দেশ্যে নয়। তার ভাষায়, 'আমরা সেখানে থাকতে চাই না। আমরা একটি নিরাপত্তা অঞ্চল তৈরি করতে চাই, এরপর নিয়ন্ত্রণ আরব বাহিনীর হাতে তুলে দেব।'
এই সিদ্ধান্ত ঘিরে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বহু মানুষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য আলোচনার আহ্বান জানাচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে