আরও পাঁচজন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করলো ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন আরও চারজন ফিলিস্তিনি সাংবাদিক। নিহত হুসাম আল-মাসরি (রয়টার্স), মোহাম্মদ সালামা (আল জাজিরা), মরিয়ম আবু দাক্কা (ফ্রিল্যান্স), আহমেদ আবু আজিজ এবং মোয়াজ আবু তাহা অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধ কাভারে কর্মরত ছিলেন।
এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৪ জনে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত হন ওই চারজন সাংবাদিক। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, উপত্যকা সবচেয়ে বড় হাসপাতালটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৪ জন।
হাসপাতালটির বিবৃতিতে জানানো হয়, হাসপাতালে প্রেস কাভারেজ মিশনে থাকা সাংবাদিক দলটির ওপর বোমা হামলা চালায় ইসরায়েলি দখলদাররা। নিহত অন্যরা বেসামরিক নাগরিক ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
‘ইসরায়েলি দখলদারিত্ব, মার্কিন প্রশাসন এবং যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ গণহত্যায় অংশ নেয়া দেশগুলোকে এই জঘন্য নৃশংস অপরাধ সংঘটনে সম্পূর্ণরূপে দায়ী করেছে গাজার সরকার।
সর্বশেষ ১০ আগস্ট সন্ধ্যায় গাজার আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়ে আল–জাজিরার পাঁচজনসহ ছয়জন সাংবাদিককে হত্যা করে ইসরায়েলি সেনারা।
নিহতরা হলেন, আল–জাজিরা আরবির সুপরিচিত সংবাদদাতা আনাস আল–শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া এবং স্থানীয় আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ আল-খালদি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে