Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডে এবার নিশানা হয়েছে ক্যাফে, স্কুল এবং ত্রাণ বিতরণকেন্দ্রও। সোমবার গাজা শহর ও উত্তরের বিভিন্ন এলাকায় চালানো সাম্প্রতিক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে।

আল জাজিরার বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ৩৯ জনই প্রাণ হারিয়েছেন গাজার উপকূলবর্তী আল-বাকা নামের একটি ক্যাফেতে। কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই সেখানে বোমা হামলা চালানো হয়। হামলার সময় ক্যাফেটিতে এক জন্মদিন অনুষ্ঠানে নারী ও শিশুসহ বহু মানুষ জড়ো হয়েছিলেন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন।

একই দিনে ইসরায়েলি বাহিনী গাজা শহরের ইয়াফা স্কুলেও হামলা চালায়। সেখানে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা আবু জারাদে জানান, হামলার মাত্র পাঁচ মিনিট আগে তারা সরে যাওয়ার জন্য সতর্কবার্তা পান। 'আমরা কোথায় যাব তা বুঝতে পারছি না। গত ৬৩০ দিনের বেশি সময় ধরে কোনো সহায়তা পাইনি, প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়ছি,' বলেন তিনি।

এছাড়া, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতাল চত্বরে চালানো হামলায় আরও বহু মানুষ আহত হন। সেই সময় সেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পরপরই চতুর্দিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটেন। হাসপাতালটিতে এর আগেও অন্তত ১০ বার হামলা হয়েছে বলে জানা গেছে।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসেও একটি ত্রাণ বিতরণকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ওই কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত সাধারণ মানুষের ওপর চালানো হামলায় নিহত হন কমপক্ষে ১৫ জন, আহত হন ৫০ জনের বেশি।

জিএইচএফ গত মে মাসের শেষ দিকে গাজায় সীমিত আকারে ত্রাণ বিতরণ শুরু করে। তখন থেকেই এসব কেন্দ্রে হামলার ঘটনা ঘটে চলেছে। এখন পর্যন্ত ত্রাণকেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৬০০ জন নিহত এবং ৪ হাজারের বেশি আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদন জানিয়েছে, ইসরায়েলি সেনাদের নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেনা জানিয়েছেন, অনেক সময় কোনো হুমকি না থাকলেও অতিরিক্ত শক্তি প্রয়োগের আদেশ দেয়া হয়।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ক্রমাগত বেসামরিক মানুষ, ত্রাণপ্রার্থী, নারী ও শিশুরা নিহত হচ্ছেন যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। তবুও থামছে না এই সহিংসতা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ