Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭৬ ফিলিস্তিনি, দুর্ভিক্ষে ১৩ জন

ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন আরও ৭৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ২৮১ জন। এছাড়া চাপিয়ে দেয়া দুর্ভিক্ষে মারা গেছেন তিনজন শিশুসহ আরও ১৩ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এ নিয়ে গত ২২ মাসে ইসরায়েলি হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৩৩ জনে, আহত হয়েছেন অন্তত এক লাখ ৬০ হাজার ৯১৪ জন। অন্যদিকে জাতিসংঘ ঘোষিত পূর্ণমাত্রার দুর্ভিক্ষপীড়িত উপত্যকাটিতে অনাহারজনিত মৃত্যু ঘটেছে ৩৬১ জনের, যাদের ১৩০ জনই শিশু।

‘হতাহত অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ফলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। তাই প্রকৃত হতাহত আরও বেশি’ হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সারা দিনে নিহতদের ৬৪ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায়। বাকি ১২ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রে মানবিক সহায়তা সংগ্রহে গিয়ে ইসরায়েলি সেনাদের এলাপাতাড়ি গুলিতে মারা গেছেন এবং আহত হয়েছেন ৯০ জনেরও বেশি। ফলে গত ২৭ মে ইসরায়েল ও মার্কিন-সমর্থিত জিএইচএফ প্রতিষ্ঠার পর থেকে নিহত সাহায্যপ্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ৩০৬ জনে, আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৯২৯ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজায় এখনো প্রায় ৫০ জন বন্দি রয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারের কথা বলেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে গাজাজুড়ে।

চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজার ৫০২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ