Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু যুদ্ধে গত ২২ মাসে প্রাণহানি দাঁড়িয়েছে ৬২ হাজার ৬২২ জনে, আহত হয়েছেন অন্তত এক লাখ ৫৭ হাজার ৬৭৩ জন।

এছাড়া ইসরায়েলের চাপিয়ে দেয়া অনাহার ও অপুষ্টিতে একজন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে জাতিসংঘ ঘোষিত পূর্ণমাত্রার দুর্ভিক্ষাবস্থার শিকার হয়ে মোট মৃত্যু ঘটেছে ২৮৯ জনের, যাদের ১১৫ জনই শিশু।


রোববার (২৪ আগস্ট) আল জাজিরা জানায়, ইসরায়েলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করছে। তারা শহরটি দখল এবং প্রায় দশ লাখ বাসিন্দাকে জোরপূর্বক উচ্ছেদে অভিযান চালাচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) আল জাজিরা অ্যারাবিকের পাওয়া ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সাবরার কাছেই অবরুদ্ধ জায়তুন পাড়া। এই এলাকাটিকেই গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। গাজার আল-আহলি হাসপাতালের সূত্র আল জাজিরাকে জানায়, সাবরায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় একজন শিশু নিহত হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেয়া তাবুতে ইসরায়েলি গুলিবর্ষণে ছয়জন শিশুসহ নিহত হন আরও অন্তত ১৬ জন।

দিনভর মানবিক সহায়তা নিতে গিয়ে সেনাদের গুলিতে প্রাণ হারান অন্তত ২২ জন ফিলিস্তিনি। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণ-পূর্বে একটি বিতরণ কেন্দ্রে একজন ও ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডরের কাছের ত্রাণকেন্দ্রে আরেকজন বেসামরিক নাগরিক মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ